গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ মঙ্গলবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে এবং বিএনপির মো. হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। এছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
কয়েকটি কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে কোনো পোলিং এজেন্ট না এলে আমরা তো জোর করে আনতে পারব না।