ঈদ শেষ। ঢাকায় ফিরেছে মানুষ। আবার সরব হয়ে উঠেছে সবকিছু। ঢাকা চিড়িয়াখানায়ও দর্শনার্থীর আগমন বাড়ছে। বিভিন্ন বয়েসী মানুষ বণ্য প্রাণী আর বিচিত্র সব পশু পাখি দেখতে ছুটে যাচ্ছে চিড়িয়াখানায়। চিড়িয়াখানা ঘুরে সেসব ছবি তুলে এনেছেন আমাদের স্টাফ ফটোগ্রাফার মুজতাহিদ হাসান।
.বানরের সংগে আলাপন
.মাদরাসার শিক্ষার্থীরাও ঘুরতে এসেছে
খাচার ভিতর অচিন বানর