২৪ ওভারে বাংলাদেশের সামনে ২১০ রানের বিশাল লক্ষ্য

629

 

বৃষ্টিতে লম্বা সময় খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে এসেছে ২৪ ওভারে। স্থানীয় সময় বিকালে সাড়ে পাঁচটায় শুরু হয় খেলা। বাংলাদেশ সময় তখন রাত সাড়ে দশটা। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস বাকি ছিল ৩ ওভার ৫ বল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ক্যারিবিয়ানরা ২০ ওভার ১ বল খেলে বিনা উইকেটে করেছিল ১৩১ রান।

আবার খেলা শুরু হওয়ার পর শেষ ২৩ বলে ওয়েস্ট ইন্ডিজ শেই হোপের উইকেট হারিয়ে যোগ করেছে ২১ রান। সব মিলিয়ে ২৪ ওভারে ক্যারিবিয়ানরা ১ উইকেটে করেছে ১৫২। শিরোপা জিততে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ পেয়েছে ২১০ রানের বড় লক্ষ্য।

বাঁহাতি পেসার মোস্তাফিজ দেয় ৫ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ২২ রানে নেন একমাত্র উইকেটটি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ওভারে ১৫২/১ (হোপ ৭৪, আমব্রিস ৬৯*, ব্রাভো ৩*; মাশরাফি ০/২৮, সাইফ ০/২৯, মুস্তাফিজ ০/৫০, মোসাদ্দেক ০/৯, মিরাজ ১/২২, সাব্বির ০/১২)