সেলফি তুলে জিতে নিন হাজার টাকার বই

এখন-রকমারি সেলফি কনটেস্ট

1572

একুশে বইমেলাকে সামনে রেখে বৃহত্তম অনলাইন বুকশপ রকমারি.কম ও অনলাইন নিউজ পোর্টাল ‌’এখন’ যৌথভাবে শুরু করেছে ‘সেলফি কনটেস্ট’। বইমেলায় অথবা বইয়ের সঙ্গে সেলফি তুলে এ কনটেস্টে অংশ নিয়ে জেতার সুযোগ আছে হাজার টাকার বই। বইমেলা জুড়ে চারটি পর্বে এ কনটেস্ট অনুষ্ঠিত হবে।

আজ (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে ‘এখন’ ও ‘রকমারি‘-এর যৌথ আয়োজনে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। ‘এখন’-এর পক্ষ থেকে সুলতানা রাজিয়া ও ‘রকমারি’- এর পক্ষে জনসংযোগ বিভাগের কিংকর হালদার মিশু সমঝোতায় স্মারকে স্বাক্ষর করেন।

এ কনটেস্টের আওতায় বিজয়ী তিনজন পাবেন ‘রকমারি’-এর পক্ষ থেকে হাজার টাকার বই উপহার। এরমধ্যে প্রথমস্থান অর্জনকারীর জন্য রয়েছে ১ হাজার টাকার বই এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীর জন্য রয়েছে ৫শ টাকার বই।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন কিংকর হালদার মিশু ও সুলতানা রাজিয়া
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন কিংকর হালদার মিশু ও সুলতানা রাজিয়া

সমঝোতার স্মারক অনুষ্ঠানে কিংকর হালদার মিশু বলেন, ‘আমরা চাই বইয়ের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বাড়ুক। বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হলে একজন মানুষ একদিকে যেমন জ্ঞানী হয়ে ওঠে, অন্যদিকে সাদা-কালোর পার্থক্য বুঝতে পারে। ফলে সত্যিকারের পাঠক কখনো কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এ কনটেস্টের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ বইয়ের সঙ্গে আরও নিবিড় যোগাযোগে আগ্রহী হয়ে উঠবে।’ এ আয়োজনে যুক্ত থাকার জন্য তিনি ‘এখন’কে ধন্যবাদ জানান।

অপরদিকে ‘এখন’-এর সুলতানা রাজিয়া বলেন, ‘রকমারি বাংলাদেশের মানুষকে ঘরে বসে বই পড়ে দেয়ার সুযোগ করে দিয়েছে। একুশের মাসে আমরা আরও বেশি বইয়ের পাঠক বাড়াতে চাই। সেজন্যই মূলত এ আয়োজন। এ কনটেস্টের মধ্য দিয়ে বইপ্রেমীর সংখ্যা বাড়াতে আমরা ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি। ‘

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এখন’-এর প্ল্যানিং এডিটর হামীম কেফায়েত, প্রতিবেদক হাসান ওয়ালী, স্টাফ ফটোজার্নালিস্ট আল নাহিয়ান প্রমুখ।

selfi-bannerসেলফি কনটেস্টে অংশ নেয়ার নিয়ম:
» এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
» বইমেলা চলাকালীন পুরো ফেব্রুয়ারি মাস চারটি ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
» প্রতিযোগিতায় অংশ নিতে হলে বাংলা একুশে বইমেলায় অথবা বইয়ের সঙ্গে তোলা আপনার একটি সেলফি
পাঠাতে হবে আমাদের পেইজ Ekhon – এ মেসেজ করে।
» ছবির নিচে নিজের নাম, পেশা, মোবাইল নাম্বার ও বর্তমান ঠিকানা বাংলায় লিখতে হবে।
» জুরি বোর্ডের মনোনীত ছবিগুলো ‘এখন’-এর ফেসবুক পেইজে আপলোড করা হবে।
» এখন-এর পেইজ থেকে প্রতিযোগী তার ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করবেন।
» যার ছবিতে সর্বোচ্চ লাইক/রিঅ্যাকশন হবে, তাদের মধ্য থেকেই তিনজন বিজয়ী নির্ধারণ করা হবে।

প্রথম ধাপের সময়সূচি
• ৭ ফেব্রুয়ারির মধ্যে ‘এখন’-এর ফেসবুক মেসেজে রাত ১১টার মধ্যে ছবি পাঠাতে হবে।
• মনোনীত ছবিগুলো ৮ ফেব্রুয়ারি এখন-এর ফেসবুক পেইজে আপলোড করা হবে।
• ১২ ফেব্রুয়ারি বিকেলে বইমেলায় অবস্থিত রকমারির স্টলে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া
হবে।

রকমারির সৌজন্যে প্রথম বিজয়ী পাবেন হাজার টাকার বই উপহার। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর জন্য রয়েছে ৫শ টাকার বই।
বিজয়ীকে নিয়ে ‘এখন’-এ প্রকাশিত হবে একটি ফিচার প্রতিবেদন

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
01812666966