সেপ্টেম্বরে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে

744

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৫২ শতাংশ। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে সরকারের এ রাজস্ব আদায় বেড়েছে।

বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরে মাসে ডিএসইর মাধ্যমে সরকারের ২১ কোটি ৫১ লাখ টাকার রাজস্ব আদায় হয়। যার পরিমাণ আগস্ট মাসে ছিল ১৪ কোটি ১৯ লাখ টাকা। সুতরাং আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা বা ৫২ শতাংশ।

অপরদিক ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপরে সেপ্টেম্বর মাসে ১৪ কোটি ৮১ লাখ টাকা রাজস্ব আদায় হয়। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয়ে আদায় হয়েছে ৬ কোটি ৭০ লাখ টাকা।

সরকার আগস্ট মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১১ কোটি ৪৯ লাখ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয়ে ২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় করে।