এসকে সিনহার বিরুদ্ধে করা মামলার নথি দুদকে, তদন্ত শুরু

574

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছেছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেছেন, “ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে।”

বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে এস কে সিনহার বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের হওয়া দুর্নীতির মামলা প্রসঙ্গে সাংবাদিকেদর প্রশ্নের জবাবে তিনি এ কথান।

ইকবাল মাহমুদ বলেন, “মামলার এফআইআর আসছে। শিগগিরই আমরা তদন্ত কর্মকর্তা নিয়োগ দেব। তদন্ত কর্মকর্তা বিচার বিশ্লেষণ করবে। তাই আইনের বাইরে যাওয়া যাবে না।”

তিনি বলেন, “আমি তো অভিযোগ বিচার বিশ্লেষণ এখনো করতে পারিনি। এটি আদালতের মাধ্যমে দুদকে এসেছে। আদালত তো কিছু না বুঝে আমাদের দেয়নি। তদন্ত আমাদের করতে হবে। এটা স্বত:সিদ্ধ। কিছু একটা না থাকলে আদালত আমাদের দিবে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবে। সেটা কিভাবে করবে তা কেবল তদন্ত কর্মকর্তা নির্ধারণ করবে।”

সাবেক প্রধান বিচারপতি সিনহাকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের দেশের আইনে সব ব্যবস্থা রয়েছে। আনার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল কনভেনশনে আছে। তবে এটা সময়ের ব্যাপার।”

ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায় বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এতে  যেই জড়িত হোক আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাগরিক না হয়ে মাত্র ২ বছরে কিভাবে আমেরিকায় বাড়ি কিনলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহা, সে বিষয়টি খতিয়ে দেখছে দুদক।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে