সিলেট জেলা প্রশাসককে ‘বঙ্গবন্ধুর বই’ উপহার

1152

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে এবার সিলেট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে বই উপহার দিয়েছেন যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদ নির্মূল মঞ্চের সভাপতি আলী হোসেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রকাশিত এসব বই নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা ছাত্রলীগের সাবেক এ সহ সভাপতি। বৈঠক শেষে জেলা প্রশাসকের হাতে বই তুলে দেন।

এ বিষয়ে আলী হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে আমি চাই, তার আদর্শ ও চেতনা সর্বস্তরে ছড়িয়ে পড়ুক। সে লক্ষ্যে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এ প্রজন্মের সন্তানদেরকে এ বিষয়ে জানানোর জন্য ইতোমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছি। এবার জেলা প্রশাসনেও আমি এ বই বিতরণ করেছি। যাতে করে সরকারি চাকুরিজীবীরাও বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জেলা প্রশাসক অত্যন্ত ভালো মানুষ। তিনি ন্যায় ও নীতির উপর অটল থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারনকারী এমন জেলা প্রশাসক পেয়ে আমরাও গর্বিত। তার হাতে বঙ্গবন্ধুর বই তুলে দিতে পেরে আমি আনন্দিত।’

বই পেয়ে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানও উচ্ছ্বাস প্রকাশ করেন।