সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

1222

নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ডট বলের ফাঁদে আটকা পড়ে বাজেভাবে হারে বাংলাদেশ। আজ শনিবার সন্ধ্যায় আবারও মাঠে নামছে টাইগাররা। এবার প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে আজ বাংলাদেশের জয়ের বিকল্প নেই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ১৯৩ রান করেও হার এড়াতে না পারায় বোলারদের নিয়ে হয়েছিলো ব্যাপক সমালোচনাও। পরের ম্যাচে ব্যাটিং-বোলিং দুটোই ছিল কাঠগড়ায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যেন ঠিকঠাক মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ।

মাহমুদুল্লাহ রিয়াদের মতে, ওপেনিংয়ে সৌম্যর শুরুটা ভালোই হচ্ছে। কিন্তু মিডল অর্ডারে এসে বেশি ডট বল খেলে ফেলছেন ব্যাটসম্যানরা। খুব বেশি বাউন্ডারি নির্ভরতার কারণে উইকেটও পড়ে যাচ্ছে। ভারতের বিপক্ষে হারের কারণ হিসেবে রিয়াদ ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলার ওপর জোর দিয়েছেন। কিন্তু কিছুদিন আগে মিরপুরেই তো দেখা গেছে, দুইশ’র কাছাকাছি রান তুলেও হারতে হয়েছে এই শ্রীলংকার কাছে। তাহলে আজ ঠিক কত রান হলে বোলাররা সেটা রক্ষা করতে পারবেন?