শাহজালালে ২৫টি সোনার বার জব্দ

714

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি সোনার বার জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।

বৃহস্পতিবার রাতে এসব সোনা জব্দ করা হয়।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কার্গো শাখার প্লেট নং ৭০২৮১ এর জিপারের একটি কার্টন থেকে দুই কেজি ৫০০ গ্রাম ওজনের ২৫টি সোনার বার উদ্ধার করা হয়।

সূত্র আরো জানায়, রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে এসকিউ-৪৪৬ ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। ওই বিমানের জিপারের প্যাকেটে লুকিয়ে এই সোনার বারগুলো আনা হয়।

তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দর গোয়েন্দা শুল্ক বিভাগ থেকে জানানো হয়, জব্দ সোনার বর্তমান বাজার মূল্য ‌এক কোটি পঁচিশ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।