কারো চাপের কাছে নতি স্বীকার করবো না: কাদের

804

সরকারের ওপর চাপ প্রয়োগ করতে বিপুল অর্থ খরচ করে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “কারো চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না।”

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাইরের কোনো চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেন কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “বিএনপি সেখানে ওয়াশিংটনভিত্তিক দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। দুই লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে দুটি প্রতিষ্ঠানকে। লবিস্ট নিয়োগ করা কেন? যুক্তরাষ্ট্রের সরকারের কাছে লবিং করবে আমাদের ওপর চাপ দেয়ার জন্য, বাংলাদেশ সরকারের ওপর। আমাদের গণভিত অনেক শক্তিশালী। আমাদের চাপ দিতে পারে দেশের জনগণ।”

হাসপাতাল প্রসঙ্গে কাদের বলেন, “হাসপাতালে রাজনীতি করবেন না, হাসপাতালের বাইরে রাজনীতি করতে হবে। শুধু ভালো রেজাল্ট করলে হবে না , রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অনেক ডাক্তার গ্রামে থাকতে চান না, এই প্রবণতা বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি চোরাই খাই না। সততাই বড় সম্পদ। কিছু লোক কঠোর পরিশ্রম করে টাকার জন্য। আমি কঠোর পরিশ্রম করি কাজকে ভালোবেসে। কেউ হতাশ হবেন না। জীবনই একটা চ্যালেঞ্জ। যে নদীতে ঢেউ নেই, সেটা নদী না-বলেন মন্ত্রী।”

এসময় হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।