যেখানে শুধুই বুবলী

1135

শবনম বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। সংস্কৃতিমনা পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। বুবলির দুই বোনের একজন কণ্ঠশিল্পী নাজনীন মিমি। অন্যজন শারমিন সুইটি কাজ করছেন একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে।

ছিলেন বেসরকারী চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা। কোনদিন অভিনয় করেন নি – না মঞ্চে, না ছোটপর্দায়। কিন্তু সেই তিনিই যখন চলচ্চিত্রে পদার্পন করলেন তখন সাড়া পড়ে গেল চারদিকে। শুরুতেই শাকিব খানের বিপরীতে, নায়িকা চরিত্রে। যে চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাসের কথাই শোনা যাচ্ছিল সবচে’ বেশি। কিন্তু অপু বিশ্বাস সরে গেলে সে জায়গায় পূর্ণিমা, মাহিয়া মাহি, নুসরাত ইমরোজ তিশা এমনকি কলকাতার কোয়েল মল্লিকের নামও শোনা যাচ্ছিল। কিন্তু সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বসগিরি চলচ্চিত্রের নায়িকা হিসেবে যিনি চলচ্চিত্রপ্রেমীদের সামনে উপস্থিত হন তিনি শবনম বুবলি।

২০১৭ সালে সার্চ ইঞ্জিন গুগলে বাংলাদেশি সিনেমার যে নায়িকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তিনি বুবলী। সবচেয়ে বেশি সার্চ করা ১০ ব্যক্তির তালিকায় বুবলীর অবস্থান ৯ নম্বরে।

ভক্ত ও দর্শকদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আনন্দের পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বুবলী। তিনি বলেন, ‘আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে—ইন্টারনেটের এই যুগে তাঁরা অনেক ব্যস্ততার মধ্যে আমার বিভিন্ন কাজের খবরাখবর রেখেছেন। ভালো লাগার কথা যেমন বলেছেন, তেমনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন। সত্যি এই ব্যাপারটি আমাকে অনেক আনন্দিত করেছে।’