যুবকের গায়ে লেখা থাকে।। সালমান তারেক শাকিল

1123

রাত শেষ হলেই আরেকটা রাত এসে হাজির হয়
রাতের হৃদপিণ্ডে এতটা প্রাণশক্তি!
বদ্বীপ জেগে থাকে পূর্ণ সবুজ নিয়ে। আমি হাতড়াই এক টুকরো
ছেঁড়াদ্বীপ-যেখানে রাত অাসে না।
রাত ভীষণ অপ্রিয়। ভয়েরও।
গুলিবিদ্ধ যুবকের গায়ে লেখা থাকে বন্দুকযুদ্ধ।
গায়ে মেখে থাকে রাতের ধুলো, ময়লা, আবর্জনা।
তুমি ভাবছো, সহসা পেরুবে শহীদ মিনারের পথ।
এরপর প্রভাবফেরীর গায়ে খালি পায়ে মাড়াবে ভীষণ তৈলাক্ত পুস্পমাল্য।
জেনো,
শহীদ মিনারের ইতিহাস আছে বহু।
পৃথিবীতে বহুশহীদমিনারেরা স্মৃতিকাব্য।
শহীদ মিনারের স্থান যুবকমিনার।
মিনারের গায়ে লেখা থাকে ক্রসফায়ার।

এখন/এসএস