মিয়ানমারের সঙ্গে সংঘাত চাই না, আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

749

 

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফোকাস বাংলা)মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের মাতৃভূমিতে ফেরানোর প্রচেষ্টা অব্যহত থাকবে। যেহেতু মিয়ানমার আমাদের নিকট প্রতিবেশী তাই তাদের সঙ্গে সংঘাতে যাবো না। আমরা কারো সঙ্গে যুদ্ধ করবো না, যুদ্ধ করতেও চাই না। সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চাই।’

তবে যেকোনও হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে সরকার প্রধান বলেন, ‘আলোচনার মাধ্যমে যাতে তাদের নাগরিকদের (রোহিঙ্গা) তারা ফিরিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা সবাই সেভাবে দায়িত্ব পালন করবেন।’