মিতু হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ আটক

1106

এখন রিপোর্ট।।

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে শাহ জামাল রবীন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নগরীর বায়েজিদ থানার শীতলঝর্ণা এলাকা থেকে শুক্রবার (১০ জুন) রাতে তাকে আটক করা হয়। রবীন কুমিল্লার লাকসাম থানার মো. শাহজাহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের জানান, শাহ জামাল মিতু হত্যার মূল পরিকল্পনাকারী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
সিএমপি কার্যালয়ে শনিবার (১১ জুন) বেলা পৌনে ১টায় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘মিতু হত্যার সময় ঘটনাস্থলে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে যে যুবক হত্যাকাণ্ডে অংশ নেয় আমরা সন্দেহ করছি রবিনই সে যুবক। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে।’

নগরীর ওআর নিজাম রোডে ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের উপর্যপুরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এখন/এসএস