মাতলুবের অভিযোগ: ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ পাচ্ছে না

1193

দেশে বড় শিল্প উদ্যোক্তরা সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণ পেলেও ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের উদ্যোক্তারা এখনও স্বল্প সুদে ব্যাংক ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এ সময় তিনি বেসরকারি খাতের বড় শিল্প উদ্যোক্তাদের মতো এসএমই খাতের সুদ হার কমানোর পরামর্শ দেন।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপার স্টার গ্রুপের (এসএসজি) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মাতলুব আহমাদ বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে হলে বেসরকারি খাতের উন্নয়ন করতে হবে। ইতোমধ্যে ব্যাংকিং ও পরিবহন খাতের ৭০ শতাংশ বেসরকারি মালিকাধীন রয়েছে। এর অর্থ দেশে উন্নয়ন হচ্ছে। এছাড়া সরকার স্থানীয় শিল্প স্থাপনে মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ বলেন, বর্তমানে জিডিপিতে এসএমই খাতের অবদান রয়েছে ৭০ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি ৯০ শতাংশে উন্নতি করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসএসজি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও কোম্পানির পরিচালকবৃন্দ।