ভোট শুরু গাজীপুরে

726

গাজীপুরের সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় মহানগরীর ভোট কেন্দ্রগুলোয় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সকাল আটটায় ভোট শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে ভিড় জমতে থাকে ভোটারদের। নারী-পুরুষরা আলাদা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোটকেন্দ্র খোলার। তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

রাজধানী ঢাকা লাগোয়া এই সিটির নির্বাচনে ১৬ কোটি মানুষের দৃষ্টি রয়েছে। শুধু দেশের মানুষের চোখই শুধু নয়; দেশি-বিদেশি তথা আন্তর্জাতিক মহলেরও হাজারো চোখ এই নির্বাচনের দিকে। নির্বাচনে কোন দল বিজয়ী হবে সেটা দেখার পাশাপাশি নির্বাচন কমিশন জাতিকে কেমন নির্বাচন উপহার দেয় সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছে মানুষ।

গাজীপুরে সিটি করপোরেশন স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের উত্তাপ থাকছে। বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মর্যাদার লড়াই হিসেবে দেখছে এটিকে।

গাজীপুর সিটির প্রথম নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিল বিএনপির প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান। সেবার নির্দলীয় প্রতীকে নির্বাচন হলেও এবার হচ্ছে দলীয় প্রতীকে। তাই নৌকা প্রতীক নিয়ে গাজীপুরে নিজেদের প্রার্থীকে মেয়র হিসেবে দেখতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন হলে গতবারের চেয়ে এবার আরও বেশি ভোটে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেছে ধানের শীষের প্রার্থী।

জাতীয় সংসদের গাজীপুর-১, ২ ও ৩ আসনের কিছু কিছু অংশ নিয়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকা গঠিত। সিটি করপোরেশনের মোট ওয়ার্ড ৫৭টি। ভোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬জন। ভোটকেন্দ্র ৪২৫টি, ভোটকক্ষ ২৭৬১টি।