ভিডিও কল অ্যাপ ‘ডুয়ো’ আনল গুগল

1166

এখন টেক

অ্যাপলের ফেইসটাইম, মাইক্রোসফটের স্কাইপ, ফেইবসুকের মেসেঞ্জারএর মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ভিডিও কলিং অপশনের বিপরীতে এই অ্যাপ আনল গুগল 

অন্যান্য ভিডিও চ্যাটিং সেবার থেকে এটি খুব একটা আলাদা নয়। শুধু যে কল করেছে তার সম্পর্কে এক নজর জানতে কল গ্রাহককে একটি সুযোগ করে দেওয়া হয়। এর ফলে গ্রাহক ঠিক করে নিতে পারেন তিনি কল ধরবেন কি ধরবেন না, জানিয়েছেন বিবিসি

এই ফিচারকেনক, নকডাকা হচ্ছে বলে জানিয়েছে গুগল।নক, নকবলতে সাধারণতদরজায় কড়াঘাতকরাকে বুঝায়। 

চলতি বছর মেতে নতুন এই অ্যাপের ঘোষণা দেওয়া হয়েছিল। এখন অ্যাপটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন আর আইফোনএর জন্য বিনামূল্যে ছাড়া হচ্ছে

এই অ্যাপে কলগুলো এনক্রিপটেড রাখা হবে আর ইন্টারনেট সংযোগের গতির উপর ভিত্তি করে এর ভিডিওএর মান ঠিক হবে

আইওএসএর ফেইসটাইমএর মতোই ডুয়োতে কল করার জন্য শুধু ব্যক্তির ফোন নাম্বার দরকার হয়। ধরনের অনেক সেবায় ব্যবহারকারীদের ভিডিও কলিং অপশন ব্যবহারের জন্য অ্যাকাউন্ট লগইন করতে হয়

২০১৩ সাল থেকে গুগল হ্যাংআউটএর মাধ্যমে ভিডিও কলিং সেবা দিচ্ছে। বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে ডুয়ো আরও সহজ নির্ভরযোগ্য হবে বলে দাবি নির্মাতাদের

সামনের কয়েকদিনের মধ্যে বিশ্বের সবখানে এই অ্যাপ পাওয়া যাবে

গুগলঅ্যাল্লোনামের আরেকটি মেসেজিং অ্যাপ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এতে রোবোটিক অ্যাসিস্ট্যান্ট আনা হবে, যা স্বয়ংক্রিয়ভাবে টেক্সটএর জবাবের পরামর্শ দেবে