ব্যথা কমানোর ওষুধ খেয়ে ফাইনালে মাশরফি

718

বুধবার সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ঐ ম্যাচে অসাধারণ একটি ক্যাচ নিয়ে আঙুলে চোট আক্রান্ত হয়েছেন অধিনায়ক মাশরফি মুর্তাজা। আর সেই চোট নিয়েই শুক্রবার ফাইনালে ভারতের বিরুদ্ধে নেমেছেন তিনি। পাকিস্তান ব্যাটিংয়ের সময় শোয়েব মালিকের ক্যাচ মিড উইকেটে সুপারম্যানের মতো উড়ে গিয়ে এক ক্যাচ নেওয়ার সময়ই লেগেছিল চোট।

আপাতদৃষ্টিতে এমন ক্যাচে চোখ জুড়িয়ে গেলেও এর সঙ্গে জুড়ে আছে তাই মাশরফির ব্যথার যন্ত্রণা। দুর্দান্ত সেই ক্যাচে চোট পেয়েও তিনি অবশ্য পরিচর্যা নিয়ে থেকেছেন মাঠে। ব্যথায় তাঁর অস্বস্তিতে ভোগার দৃশ্যটি অবশ্য চোখ এড়ায়নি কারওর। সেই ব্যথা নিয়েই এশিয়া কাপের ফাইনালে খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ভারতের বিপক্ষে সাকিব-তামিমহীন অবস্থায় ফাইনালে নামতে তাই বদ্ধপরিকর ডানহাতি পেসার। মাশরফি যেন এক পরশ পাথর। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একের পর এক সাফল্য পাচ্ছে। তবে সব ছাপিয়ে দারুণ এক ক্যাচে ম্যাচের মহানায়ক হয়ে উঠেন তিনি। এই ক্যাচে অবশ্য মাশরফি ডান হাতের কড়ে আঙুলে চোট পেয়েছেন। ফাইনালের আগের দিনও আঙুলে ব্যথা অনুভব করছেন তিনি। আঙুল ফুলেও রয়েছে। টিম হোটেলে আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই দেখা গিয়েছে তাঁকে। ফাইনালে ভারতের বিপক্ষে ব্যথা কমানোর ওষুধ নিয়েই নামবেন।

তবে চোটের অবস্থা ঠিক কী, তা জানতে চাইছেন না। এক্স-রে করেননি। স্ক্যান কিংবা এক্স-রে করালে মনের মধ্যে প্রভাব পড়বে বলেই মাশরফির এমন সিদ্ধান্ত। মাশরফির কথায়, “ক্যাচটি বাঁ-হাতে জমে যাওয়ার আগে ডান হাতের আঙুলে লাগে। এ কারণেই ব্যথা পেয়েছি।  আঙুল দেখে ফিজিয়ো বলেছেন, ছোট-খাট চিড় থাকতে পারে। স্ক্যান করালে হয়ত তা বোঝা যাবে। তবে এই মুহূর্তে আমি এটা নিয়ে ভাবছি না। ফাইনাল খেলতে হবে। আপাতত মাথায় এটাই রাখছি।”