বেতনভাতার জন্য মালিককে স্মারকলিপি দিলো চ্যানেল-৯ এর ১৬০ সাংবাদিক

পাওনা বেতনভাতা ১৫ মে’র মধ্যে পরিশোধের দাবী জানিয়ে স্বারকলিপি দিয়েছে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম চ্যানেল-৯ এর চাকুরিচ্যুত

675

ঢাকা: পাওনা বেতনভাতা ১৫ মে’র মধ্যে পরিশোধের দাবী জানিয়ে স্বারকলিপি দিয়েছে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম চ্যানেল-৯ এর চাকুরিচ্যুত বার্তা বিভাগের ১৬০জন সাংবাদিক।
আজ রবিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চ্যানেল-৯ এর বার্তা বিভাগের সাংবাদিকদের স্বাক্ষরিত কর্তৃপক্ষের কাছে পাঠানো এক স্মারকলিপিতে বলা হয়েছে, মে মাসের আগে সাংবাদিকদের সমুদয় পাওনা পরিশোধের অঙ্গীকার করেও মালিক পক্ষ তা বাস্তবায়ন করেনি। এতে তারা মানবেতর জীবন-যাপন করছেন।

বার্তা বিভাগ বন্ধের সময় চ্যানেল-৯ কর্তৃপক্ষ পবিত্র রমজানের আগেই চাকরিচ্যুত সংবাদকর্মীদের সব পাওনা পরিশোধের আশ্বাস দিলেও সে অনুযায়ী উদ্যোগ নেয়া হয়নি।

সেখানে আরো বলা হয়, গত ৩ মার্চ কোন পূর্বাভাস ছাড়াই চ্যানেল কর্তৃপক্ষ সংবাদ সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। সে অনুযায়ী ২৮ মার্চ থেকে সংবাদ সম্প্রচার বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় এক অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন চাকরিচ্যুত সংবাদকর্মীরা। পাওনা পরিশোধের দাবিতে আজ রবিবার (৫ মে) দুপুরে চ্যানেল ৯ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
স্মারকলিপিতে ৫ দফা দাবীর মধ্যে রয়েছে, ৬ মে সোমবাররের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন প্রদান। ১৫ মেমের মধ্যে বাকি বেতন ও সমুদয় পাওনা প্রদান। বিক্ষিপ্তভাবে কারো ব্যাক্তিগত বা গ্রুপের বেতন না দিয়ে সব কর্মীর পাওনা একসঙ্গে পরিশোধ করা। অব্যাহতিপত্র, প্রশংসাপত্র, স্যালারি সার্টিফিকেট. ট্যাক্স পরিশোধের চালানপত্রসহ প্রয়োজনীয় কাগজ পত্র প্রদান, পাওনা অর্জিত ছুটির বিষয়টি প্রত্যোক কর্মীকে লিখিতভাবে জানানো।