বঙ্গবন্ধুর নামে শহীদ ও রহমতুল্লাহি আলাইহি লাগানোর দাবি ওলামা লীগের

1044

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে শহীদ এবং পরে রহমতুল্লাহি আলাইহি যোগ করার দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগের একাংশ। একইসাথে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছে তারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দলের এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান বলে মুহম্মাদ আখতার হুসাইন বুখারী নেতৃত্বাধীন ওলামা লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতির জনকের নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হয়। তবে দুঃখজনক হলেও সত্য যে উনার নামের আগে জাতীয়ভাবে শহীদ শব্দ ব্যবহার করা হয় না। নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলা হয় না। অবিলম্বে বঙ্গবন্ধুর নামের আগে জাতীয়ভাবে শহীদ শব্দ ব্যবহার করতে হবে, নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলতে হবে এবং ১৫ অগাস্টকে জাতীয় শাহাদাত দিবস ঘোষণা করতে হবে।”

সরকার ও ওলামা লীগের ‘চরিত্র হরণের’ অভিযোগ এনে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধেরও দাবি জানিয়েছে ওলামা লীগ।