বইমেলায় ‘উসকানিমূলক গল্প’

1295

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সময়ের জনপ্রিয় লেখক আখতারুজ্জামান আজাদ-এর ‘উসকানিমূলক গল্প’।
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের দাঁড়িকমার স্টল (৬৬৬)-এ পাওয়া যাচ্ছে ইতোমধ্যেই আলোচনার শীর্ষে থাকা গল্পগ্রন্থটি।

বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। এছাড়াও লেখকের চারটি কাব্যগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ একত্রিত করে বইমেলা-২০১৭তে প্রকাশিত ‘গণকবিতাতন্ত্রী বাংলাদেশ’ পাওয়া যাচ্ছে এবারের মেলায়।

বইমেলার এবারের প্রকাশিত গল্পগ্রন্থ নিয়ে লেখকের বক্তব্য ‘আমার পদ্যের চেয়ে গদ্য শক্তিশালী মর্মে যে-কথাটি লোকমুখে প্রচলিত আছে; সেটি নিছক গুজব নয়, বরং বহুলাংশেই সত্য। আমার পদ্য গদ্যকে ছাড়িয়ে যেতে না পারলেও পদ্যের আধিক্য-হেতু আমার পরিচিতি গড়ে উঠেছে কবি হিশেবেই, গদ্যকার হিশেবে নয়। আমি আসলে কেবল কবি বা কেবল গদ্যকার হতে চাইনি; আমি চেয়েছি আপাদমস্তক একজন লেখক হতে। সাহিত্যের সুনির্দিষ্ট কোনো এলাকায় বৃত্ত এঁকে সেই বৃত্তের পরিধি ঘিরে দৌড়োনোর ইচ্ছে কোনোকালেই আমার ছিল না। আমি বরাবরই চেয়েছি যা-ইচ্ছে-তাই করতে। বাঁধা-ধরা কোনো নিয়ম-কানুন কিংবা কোনো শক্তিমান বা শক্তিমতীর শাসন-বারণ মানার পাত্র আমি কস্মিনকালেও ছিলাম না। অবশিষ্ট জীবনও আমি কেবল নিয়ম ভেঙেই যাব বলে মনস্থির করেছি। খামখেয়ালি করতে-করতে যেদিন আমি চিরতরে চলে যাব, জীবন সেদিন সার্থক মনে হবে।’

১১১ পৃষ্ঠাসংখ্যার বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩৩৪ টাকা। ২৫% ছাড়ে ২৫০ টাকায় বইটি সংগ্রহ করতে পারবেন বইপ্রেমীরা।