প্রাথমিকে সাত হাজার শিক্ষক নিয়োগ

1182

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে আরো সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী মার্চ মাসে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

ডিপিই সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ১৭ হাজার পদ শূন্য রয়েছে। শূন্য এসব পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে এ সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

অপরদিকে ২০১৪ সালের স্থগিত হওয়া নিয়োগ কার্যক্রমও শুরু হয়েছে। ওই নিয়োগে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার কথা ছিল। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে ওই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।