প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশে খেলবে তরুণরা

654

দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় পা রেখেছে মঙ্গলবার। বুধবার মিরপুরে অনুশীলন করেছে সফরকারীরা। চূড়ান্ত লড়াইয়ের আগে আগামী ১৯ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

ম্যাচটি হবে বিকেএসপিতে। এক মাত্র প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সফরকারিদের বিপক্ষে বিসিবির একাদশের নেতৃত্ব দেবেন মারকুটে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। এই দলে সুযোগ পেয়েছেন এক ঝাক তরুণ ক্রিকেটার। এছাড়া ওয়ানডে দলে থাকা সাইফউদ্দন ও ফরলে রাব্বিরা সুযোগ পেয়েছেন এই দলে।

২১ তারিখ শুরু আসল লড়াই। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, ম্যাচটি হবে দিবারাত্রির। পরের দুটি ওয়ানডে ২৪ আর ২৬ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ৩ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ১১ নভেম্বর থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি একাদশ দলে আছেন- সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন দ্রব, মোহম্মদ সাইফউদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন, মোরশেদুল আকতার ও নাঈম হোসেন।