‘প্রশ্ন ফাঁস নতুন নয়’

668

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা হলেন দেশের জন্য ত্যাগের মূর্ত প্রতীক। কারণ শেখ হাসিনা নিজেও এক সময় রিফিউজির মতো জীবন কাটিয়েছেন। তাই তিনি স্বদেশ থেকে বিতারিত রোহিঙ্গাদের র্দুদশা ও কষ্টের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং তাদের পাশে দাঁড়িয়ে আশ্রয় দিয়েছেন।

বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপ্রত্র ফাঁসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি নতুন নয়। আগে থেকেই তা চলে আসছিল। তবে বর্তমানে প্রশ্ন ফাঁস ব্যাধিতে পরিণত হলেও শেখ হাসিনা সরকার তা কঠোর হস্তে দমন করছেন।

শনিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অ্যাড. এম জুবেদ আলী।