প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পিসিবি চেয়ারম্যান মানি

794

প্রত্যাশিতভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবেক আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আগামী ৩ বছরের জন্য পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ পদে বসলেন তিনি।

শীর্ষে এই পদের জন্য প্রার্থী চাওয়া হলে, মানি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি মনোনয়নপত্র জমা দেন। আর বোর্ডের সকল সদস্যদের ভোটে তিনি প্রধান হন। গত মাসে সরে দাঁড়ানো নাজাম শেঠির জায়গায় আসলেন তিনি।

অনেকের মতে মানির চেয়ারম্যান হওয়াটা ছিল নিছক সময়ের ব্যাপার। কেননা সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ইমরান খানই তাকে এই পদে চেয়েছিলেন।