পদ্মায় ১০ ফেরি আটকা

623

ঘন কুয়াশায় পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় যানবাহন নিয়ে মোট ১০টি ফেরি আটকা পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় আটকে পড়া এসব যানবাহনের যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল সাড়ে ৭টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় মাঝ নদীতে আটকা পড়েছে চারটি ফেরি।

এদিকে শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ জানান, শুক্রবার ভোর ৫টা থেকে এ নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল করতে পারছে না। হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় যানবাহনসহ পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে বলেও জানান তিনি।

অপরদিকে ঘন কুয়াশার কারণে শরীয়তপুর ইব্রাহিমপুর- চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দিক নির্ণয় না করতে পেরে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে অাটকা পড়েছে কেতুকি নামে ফেরিটি।

বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।