দেশের ১৭৩টি স্থানে আয়কর মেলা

887

‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগানে সারা দেশে উৎসব মুখর পরিবেশে শুরু হওয়া এবারের মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’। এবারে সারা দেশে ১৭৩টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা ২০১৮।

নবম বারের মতো আয়োজিত এবারের আয়কর মেলা ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৭দিন, জেলা শহরগুলোতে ৪দিন এবং আর ৩২টি উপজেলায় ২দিন এবং ৭০টি উপজেলায় ভ্রাম্যমাণ অবস্থায় ১ দিন অনুষ্ঠিত হচ্ছে। জেলা ও উপজেলা শহরে আগামী ৭ দিনের মধ্যে আয়কর মেলা আয়োজন করা হচ্ছে।

বিভাগ ও জেলাভিত্তিক আয়োজনের তারিখ, স্থান ও সময়সূচি হলো- বেইলি রোড, ঢাকা, ১৩-১৯ নভেম্বর; আমন্ত্রণ কনভেনশন সেন্টার, দক্ষিণ সস্তাপুর, নারায়ণগঞ্জ, ১৩-১৬ নভেম্বর; শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জ, ১৪-১৭ নভেম্বর; জেলা পরিষদ, মানিকগঞ্জ, ১৫-১৮ নভেম্বর; বঙ্গতাজ অডিটরিয়াম, গাজীপুর, ১৩-১৬ নভেম্বর; ফুলি কমিউনিটি সেন্টার, টাঙ্গাইল, ১৪-১৭ নভেম্বর; মোল্লা টাওয়ার (আল-আরাফাহ ব্যাংকের ওপরে), জেলখানা মোড়, নরসিংদী, ১৬-১৯ নভেম্বর; জেলা ক্রীড়া সংস্থা জিমনেসিয়াম, সার্কিট হাউজ মাঠ সংলগ্ন, ময়মনসিংহ, ১৩-১৯ নভেম্বর; আয়কর অফিস সংলগ্ন খোলা জায়গা, কিশোরগঞ্জ, ১৪-১৭ নভেম্বর; আয়কর অফিস সংলগ্ন খোলা জায়গা, শেরপুর,  ১৫-১৮ নভেম্বর; আয়কর অফিস সংলগ্ন খোলা জায়গা, আধুনিক হাসপাতাল রোড, জয়নগর, নেত্রকোনা, ১৫-১৮ নভেম্বর; আয়কর অফিস, কবির ম্যানসন (মৃধাপাড়া), জামালপুর, ১৪-১৭ নভেম্বর; অম্বিকা মেমোরিয়াল হল, ফরিদপুর, ১৪-১৭ নভেম্বর; শিল্পকলা একাডেমি, রাজবাড়ী, ১৫-১৮ নভেম্বর; ব্যাংক পাড়াস্থ অফিস আঙ্গিনা, গোপালগঞ্জ, ১৫-১৮ নভেম্বর; এম এম হালিম মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তন, মাদারীপুর, ১৪-১৭ নভেম্বর; উপজেলা পরিষদ মিলনায়তন, শরীয়তপুর, ১৫-১৮ নভেম্বর; জিইসি কনভেনশন সেন্টার, জিইসি মোড়, চট্টগ্রাম, ১৩-১৯ নভেম্বর; উপজেলা সদর মিলনায়তন, বান্দরবান, ১৪-১৭ নভেম্বর; চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ  মিলনায়তন, রাঙ্গামাটি, ১৬-১৯ নভেম্বর; অরুনিমা কমিউনিটি সেন্টার, শহীদ কাদের সড়ক, খাগড়াছড়ি, ১৪-১৭ নভেম্বর; ইনানি মাল্টিপারপাস হলরুম, বিয়াম ফাউন্ডেশন, কক্সবাজার, ১৫-১৮ নভেম্বর; মোহাম্মদ আলী জিমনেসিয়াম, রিকাবি বাজার, সিলেট, ১৩-১৯ নভেম্বর; মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (সাইফুর রহমান অডিটরিয়াম), ১৫-১৮ নভেম্বর, জেলা পরিষদ অডিটরিয়াম, কলেজ রোড, হবিগঞ্জ, ১৫-১৮ নভেম্বর; প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টার, সুনামগঞ্জ, ১৪-১৭ নভেম্বর; কর ভবন, নজরুল এভিনিউ, কুমিল্লা, ১৩-১৬ নভেম্বর; আয়কর অফিস প্রাঙ্গণ, ব্রাক্ষণবাড়িয়া, ১৪-১৭ নভেম্বর; জেলা ক্রীড়া সংস্থা অডিটরিয়াম, চাঁদপুর, ১৪-১৭ নভেম্বর; বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্র, নোয়াখালী, ১৪-১৭ নভেম্বর; ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার, ফেনী, ১৪-১৭ নভেম্বর; আয়কর অফিস প্রাঙ্গণ, লক্ষ্মীপুর, ১৪-১৭ নভেম্বর; কর ভবন প্রাঙ্গণ, হেলেনাবাদ, রাজশাহী, ১৩-১৯ নভেম্বর; রশীদ হল, জেলা পরিষদ, পাবনা, ১৫-১৮ নভেম্বর; আয়োজন কমিউনিটি সেন্টার, জহির প্লাজা, নওগাঁ, ১৪-১৭ নভেম্বর; অফিস প্রাঙ্গণ, কানাইখালী, নাটোর, ১৪-১৭ নভেম্বর; চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়াম,  ১৫-১৮ নভেম্বর; বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়াম, বগুড়া, ১৩-১৬ নভেম্বর; অফিস প্রাঙ্গণ, সিরাজগঞ্জ, ১৪-১৭ নভেম্বর; অফিস প্রাঙ্গণ, সদর হাসপাতাল রোড, গাইবান্ধা,  ১৪-১৭ নভেম্বর; জেলা পরিষদ মিলনায়তন (টাউন হল), জয়পুরহাট, ১৫-১৮ নভেম্বর; জেলা পরিষদ কমিউনিটি সেন্টার, স্টেশন রোড, রংপুর, ১৩-১৯ নভেম্বর; উপকর কমিশনারের কার্যালয়, দিনাজপুর, ১৪-১৭ নভেম্বর; উপকর কমিশনারের কার্যালয়, ঠাকুরগাঁও, ১৪-১৭ নভেম্বর; পঞ্চগড় সরকারি অডিটরিয়াম, ১৪-১৭ নভেম্বর; শিল্কলা একাডেমি ভবন, নীলফামারী, ১৪-১৭ নভেম্বর; জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার, লালমনিরহাট, ১৪-১৭ নভেম্বর; জেলা পরিষদ মিলনায়তন, কুড়িগ্রাম, ১৪-১৭ নভেম্বর; অশ্বিনী কুমার, টাউন হল, বরিশাল, ১৩-১৯ নভেম্বর; কর অফিস প্রাঙ্গণ, মাসুম মার্কেট (২য় তলা), ঝালকাঠী, ১৪-১৭ নভেম্বর; জেলা শিল্পকলা একাডেমি, বরগুনা, ১৬-১৯ নভেম্বর; কর অফিস প্রাঙ্গণ, মমতাজ কমপ্লেক্স, ভোলা,  ১৫-১৮ নভেম্বর; কর ভবন, ফায়ার সার্ভিস রোড, পটুয়াখালী, ১৬-১৯ নভেম্বর; উপজেলা পরিষদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অডিটরিয়াম, পিরোজপুর, ১৫-১৮ নভেম্বর; কর ভবন প্রাঙ্গণ, খুলনা, ১৩-১৯ নভেম্বর; পৌর কমিউনিটি সেন্টার, যশোর, ১৪-১৭ নভেম্বর; জেলা পরিষদ অডিটরিয়াম, বাগেরহাট, ১৪-১৭ নভেম্বর; জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরা, ১৪-১৭ নভেম্বর; পৌরসভা টাউনহল, মেহেরপুর, ১৪-১৭ নভেম্বর; অ্যাসোসিয়েসন হল (সাহিত্য পরিষদ), চুয়াডাঙ্গা,  ১৬-১৯ নভেম্বর; কে আহম্মেদ কমিউনিটি সেন্টার, ঝিনাইদহ, ১৪-১৭ নভেম্বর; পৌরসভা মিলনায়তন, কুষ্টিয়া, ১৪-১৭ নভেম্বর; উপজেলা পরিষদ মিলনায়তন, নড়াইল, ১৫-১৮ নভেম্বর; সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার, মাগুরা, ১৫-১৮ নভেম্বর।

এছাড়া দেশের ৩২টি উপজেলায় ২দিন এবং ৭০টি উপজেলায় ভ্রাম্যমাণ অবস্থায় ১দিন আয়কর মেলা অনুষ্ঠিত হবে। যা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ১৩ থেকে ১৯ নভেম্বরর মধ্যে আয়োজন করা হবে বলে এনবিআর জানিয়েছে।