তৃতীয় সপ্তাহে ‘সুপার হিরো’

796

দর্শকদের কাছে ভালো ছবির কদর বেশি। তাদের চাহিদা মাথায় নিয়ে সিনেমা হল কর্তৃপক্ষ ছবি প্রদর্শন করেন। গেল ঈদে মুক্তি পাওয়া ‘সুপার হিরো’ তেমনই ছবি। মুক্তির পর বেশিরভাগ ছবির হল সংখ্যা যেখানে কমতে থাকে, সেখানে সুপার হিরো’র ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম।

প্রথমে ৮০ সিনেমাহলে মুক্তি পেয়েছিল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত এই ছবি। দ্বিতীয় সপ্তাহে এসে ৩ হল যোগ হয়ে সংখ্যা দাঁড়ায় ৮৩।

চমকপ্রদ খবর হচ্ছে, তৃতীয় সপ্তাহে এসে দেশের ১২০ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘সুপার হিরো’। এই ছবিটি প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন হাউজ।

প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক খবরটি জানিয়েছেন। তিনি বলেন, বুধবার রাত পর্যন্ত ১২০ হল চূড়ান্ত হয়েছে। আরও অনেক হল কর্তৃপক্ষ ‘সুপার হিরো’ চালাতে আগ্রহী। কিন্তু বেছে বেছে ছবি দিয়েছি।

‘সুপার হিরো’ নির্মাণ করেছেন আশিকুর রহমান। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা প্রমুখ। এই ছবিটি মুক্তির আগে নানা জটিলতায় পড়ে। ‘সুপার হিরো’ ঠেকাতে আদালতের আশ্রয় নেয় নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এরপর আদালত, তথ্য মন্ত্রণালয় ও সেন্সরের চৌকাঠ পার করে শেষ পর্যন্ত ঈদের দুই দিন আগে এ ছবির মুক্তি নিশ্চিত হয়।