ঢাকাসহ ২২ জেলায় নতুন ডিসি

বিশেষ প্রতিনিধি

700
ডিসি

ঢাকাসহ ২২ জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক) নিয়োগ দিয়েছে সরকার। রোববার এক আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ এবং তিন ডিসিকে অন্য জেলায় বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছয় বিভাগীয় শহরে বাইরে যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরিয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এদের মধ্যে বদলিকৃত তিন কর্মকর্তা হলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল ও কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। তাদের নতুন কর্মস্থল যথাক্রমে ময়মনসিংহ, যশোর ও ঢাকা।

এছাড়া প্রশাসনের বিভিন্ন পদে থেকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেছেন এনামুল হাবীব (রংপুর), মো. মাজেদুল রহমান খান (চাঁদপুর), মো. আবুল ফজল মীর (কুমিল্লা), মো. আসলাম হোসেন (বান্দরবান), মঈন উল ইসলাম (নেত্রকোনা), মোহাম্মদ ইফতেখার হোসেন (সাতক্ষীরা), কাজী আবু তাহের (শরিয়তপুর), আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর (দিনাজপুর), মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম), নুমেরী জামান (সিলেট), মো. আখতারুজ্জামান (ঠাকুরগাঁও), একেএম মামুনুর রশিদ (রাঙ্গামাটি), মো. কামাল হোসেন (কক্সবাজার) সরোজ কুমার নাথ (ঝিনাইদহ), মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (ভোলা), মোছা. সুলতানা পারভীন (কুড়িগ্রাম), সৈয়দা ফারহানা কাউনাইন (নরসিংদী), মাহমুদুল কবীর মুরাদ (হবিগঞ্জ) এবং এসএম আব্দুল কাদের (রাজশাহী)।