ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

687

টাইব্রেকারে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ক্রোয়েশিয়া।

রোববার (১ জুলাই) নিঝনি নভগোরোদ স্টেডিয়ামে শুরুতেই জমে উঠে ডেনমার্ক-ক্রোয়েশিয়ার ম্যাচটি। প্রথম মিনিটেই এগিয়ে যায় ডেনমার্ক। নিজেদের একবারে প্রথম আক্রমণেই জালের ঠিকানা খুঁজে পায় দলটি। জটলা থেকে ইয়োর্গেনসেনের শট ক্রোয়েশিয়া গোলরক্ষক দানিয়েল সুবাসিচের পায়ে লেগে জালে জড়ায়।

দুই মিনিট অতিক্রম না হতেই সমতা ফেরে ক্রোয়েশিয়া। ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গায়ে লেগে ডি-বক্সে বল পেয়ে যান মারিও মান্দজুকিচ। সেখান থেকে ট্যাপ করে বল গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে আর কোনও দলই গোল পায়নি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১১৬ মিনিটের সময় ডি বক্সের মধ্যে রেবিচকে ফাউল করেন ডেনমার্কের জুর্গেনসন। পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। কিন্তু অধিনায়ক লুকা মদ্রিচের পেনাল্টি শট রুখে দেন ডেনমার্কের গোলরক্ষক কাস্পার স্কেমিচেল। ফলে ১২০ মিনিট খেলা শেষে তা ট্রাইব্রেকারে গড়ায়।

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন দুই দলের গোলরক্ষকই। ডেনমার্কের কাস্পার ঠেকিয়েছেন দুইটি গোল। তবে তার চেয়ে একটি গোল বেশি ঠেকিয়ে ম্যাচের নায়ক বনে গেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দানিয়েল সুবাসিচ।