ডিএসইর ট্রেকহোল্ডাররা কর সুবিধা পাবে: অর্থমন্ত্রী

821

৩ বছরের জন্য বিনিয়োগ শর্তে কৌশলগত বিনিয়োগকারী থেকে প্রাপ্ত অর্থে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডারদের কর সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতযয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, “চীনা কনসোর্টিয়ামের কাছ থেকে প্রাপ্ত অর্থের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন টেক্স মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এক্ষেত্রে ওই অর্থ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের শর্তে কর সুবিধা দেয়া হবে। এতে ৫ শতাংশ গেইন টেক্স চার্জ করা হবে।”

অর্থমন্ত্রী বলেন, “২০১১ সালের আগে বিএসইসি প্রকৃত পক্ষে শক্তিশালী যেমন দরকার, তেমনভাবে সাজানো হয়নি। তবে বর্তমান কমিশন শেয়ারবাজারের অনেক কার্যকর। যারা শেয়ারবাজারকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।”

বর্তমান কমিশনকেই আগামি ২ বছর রাখা হবে বলেও জানান তিনি।