টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

702

এশিয়া কাপের ফাইনালে আগেই আরেক ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। ফাইনালে ওঠার অঘোষিত ফাইনালে টসে জিতেছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয় ম্যাচটি। টানটান উত্তেজনার বাঁচার মরার এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে। সেখানে আগেই অপেক্ষা করছে ভারত। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মূল একাদশে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

হাতের আঙুলে পুরানো চোটের কারণে এই ম্যাচ খেলতে পারছেন না তিনি। এশিয়া কাপে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। উদ্বোধনী জুটির টানা ব্যর্থতাই সৌম্যর ভাগ্য খুলে তার নাজমুল হাসান শান্তর পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য। স্পিনার নাজমুল ইসলাম অপুর পরিবর্তে একাদশে ফিরেছেন পেসার রুবেল হোসেন। সাকিব আল হাসানের পরিবর্তে একাদশে ফিরেছেন মুমিনুল হক।

বাংলাদেশ একাদশে আছেন- লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশে আছেন- ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি।