ছয় ফান্ডের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

649

শেয়ারবাজারে তালিকাভূক্ত ছয় মিউচ্যুয়াল ফান্ডের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ৪ ফান্ডের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’১৮) ও দুই ফান্ডের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন প্রকাশ মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ, রিলায়েন্স ওয়ান, গ্রীনডেল্টা, ডিবিএইচ ফার্স্ট, এআইবিএল ফার্স্ট ইসলামী ও এমবিএল ফার্স্ট।

এদের মধ্যে প্রথম প্রান্তিকে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) ০.৩৮ টাকা ও ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ০.৩৩ টাকা। যা আগের বছরে একই সময়ে ইউনিট প্রতি আয় (ইপিইউ) ছিল ০.১৬ টাকা ও এনওসিএফপিইউ ছিল ০.১১ টাকা।

প্রথম প্রান্তিকে রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ইপিইউ ০.২১ টাকা ও এনওসিএফপিইউ হয়েছে ০.৩৬ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিইউ ছিল ০.০৭ টাকা ও এনওসিএফপিইউ ছিল ০.১৫ টাকা।