চলতি বছরে বৈশ্বিক পর্যটক ৬ শতাংশ বেড়েছে: জাতিসংঘ

678

২০১৮ সালের প্রথম ছয়মাসেই আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছয় শতাংশ বেড়েছে। বিশেষ করে ইউরোপের দক্ষিণাঞ্চল ও এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে পর্যটক বেড়ে যাওয়ার হার বেশি।

যার কারণে বৈশ্বিক অর্থনীতিতে এর ভালো প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্পেনের মাদ্রিদভিত্তিক জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) এর বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ৬৪ কোটি ১০ লাখ। যা গত বছরের একই সময়ের থেকে তিন কোটি ৭০ লাখ বেশি।

মাদ্রিদভিত্তিক বিশ্ব পর্যটন সংস্থার সেক্রেটারি জেনারেল জুরাব পলোলিকাশভিলি বলেন, “২০১৮ সালের প্রথম অর্ধ বছরের পর্যটকের সংখ্যা বৃদ্ধি থেকে বোঝা যায়, এ খাত অবিরাম ও স্বাভাবিকভাবে বাড়ছে।”

ইউরোপের মধ্যে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ায় বিদেশগামী মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অন্যদিকে, এশিয়ার মধ্যে ভারত ও দক্ষিণ কোরিয়ায় পর্যটক বৃদ্ধির হার বেশি।

ইউরোপের দক্ষিণাঞ্চল ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে, দক্ষিণ পূর্ব এশিয়ায় এ সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ।

গত বছরের মতো এবারও চীন বিশ্ব পর্যটকের জন্য শীর্ষে অবস্থান করছে।