চমকে যাওয়া তথ্য !

1128

মাত্র ২৪ ঘণ্টায় একদিন। আর এই একদিনেই বিশ্বে ঘটে যায় চমকে যাওয়া অনেক তথ্য। এমন সব ঘটনা, যা শুনে নিজের কানকেই বিশ্বাস করাতে কষ্ট হয়। তবুও এ ঘটনাগুলোই প্রতিদিন ঘটছে বিশ্বজুড়ে।

প্রতিদিন আমাদের চোখের সামনে অনেক নতুনের আগমন ঘটে। ফেসবুকের ওয়ালে চোখ বুলালেই দেখতে পাই, কাছের অনেকেই বাবা কিংবা মা হয়েছেন। সারাবিশ্বের প্রতিদিন গড়ে কতোজন শিশু জন্ম নিতে পারে, আপনার কোনো ধারণা আছে। শুনে চমকে যাবেন! প্রায় ৭শ কোটি মানুষের পৃথিবীতে প্রতদিন জন্ম নেয় ৩লাখ ৬৫ হাজার শিশু। সে অনুযায়ী এক বছরে পৃথিবীতে জন্ম নেয় ১৩ কোটি ৩২ লাখ শিশু।

প্রায় প্রতিদিন পৃথিবীতে একশ ৮০ লাখ মানুষ জন্মদিন পালন করে! কী অবাক হলেন? না অবাক হওয়ার কিছুই নেই। আপনার ফেসবুক ঘাটলেই দেখতে পাবেন, বন্ধু তালিকায় প্রতিদিন কারও না কারও জন্মদিন থাকে।

প্রতিদিন বিশ্বে ৮৬ লাখ বজ্রপাত আঘাত হানে! বাংলাদেশে সাধারণত বৃষ্টি মৌসুমে বজ্রপাতের দেখা পাওয়া গেলেও বিশ্বজুড়ে প্রায় কোটির কাছাকাছি বজ্রপাত হয়। এতে কতোজন মারা যায়, সে ধারণা হয়তো সহজেই করতে পারছেন।

গাছ কেন কাটা উচিত নয়, জানেন? গাছের অনেক প্রয়োজনীয় গুনাগুন শুনে থাকলেও প্রতিদিন প্রত্যেক গাছ দুটি প্রাণীর বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। বিশ্বাস হয়? বড় গাছগুলো বড় প্রাণীর আর ছোট গাছগুলো ছোট প্রাণীর অক্সিজেন সরবরাহ করে থাকে।

যানজটে আমরা প্রতিদিন অতিষ্ঠ হই। কিন্তু ধারণা করতে পারেন, প্রতিদিন পৃথিবীর রাস্তায় কতোগুলো নতুন গাড়ি নামে? শুনে আঁতকে উঠতে পারেন। তাহলে শুনুন, ১ লাখ ৪২ হাজার নতুন গাড়ি প্রতিদিন পৃথিবীর রাস্তায় নামে। যানজট দিন দিন বাড়বে না কেনো? আর এ গাড়িগুলো একটার পর একটা রেখে হিসাব করলে দৈর্ঘ্য দাঁড়াবে ৫১২ কিলোমিটার।

ডিম দিয়ে সহজেই খাবার কাজ সেরে ফেলা যায়। বিশেষ করে সহজলভ্য পুষ্টিকর এ খাদ্যটি অনেক খাবার প্রস্তুতে কাজে লাগে। প্রতিদিন সারাবিশ্বে যতো মুরগি আছে, সেগুলো গড়ে কতোগুলো ডিম পাড়ে, তার কোনো আইডিয়া আছে? শুনে ভড়কে যাবেন না। পৃথিবীর সব মুরগি প্রতিদিন ১৯ কোটি ২ লাখ ডিম আমাদের খাবারের জন্য উৎপাদন করে।

প্রতিদিন সারাবিশ্বের মানুষ ২শ ২০ কোটি বার টয়লেটের ফ্ল্যাশ চাপে। বিশ্বাস নাও হতে পারে এ তথ্যটি। তবে জেনে রাখুন, এ ফ্ল্যাশ চাপার ফলে প্রতিদিন যে পরিমান পানি খরচ হয়, তাতে সারাবিশ্বের অর্ধেক মানুষ তাদের গোসল সারতে পারবে।

খবরের পাশাপাশি মজার ও প্রয়োজনীয় তথ্য পেতে সঙ্গে থাকুন