গরমকালের সেরা পাঁচ মেক আপ টিপস

1013

এখন রিপোর্ট ।।

রোজকার সাজ হোক বা কোন বিশেষ উপলক্ষ্য‚ গরমকালে আপানার মেক আপ যাতে অনেক্ষণ পরেও ঠিক থাকে আর আপনাকেও যেন সুন্দরী দেখায় তার জন্য রইলো কিছু দরকারী টিপস |

১) প্রাইমার দিয়ে শুরু করুন : মেক আপ শুরু করুন প্রাইমার লাগিয়ে | সব থেকে ভালো হয় সানস্ক্রিন যুক্ত প্রাইমার ব্যবহার করলে | প্রাইমার লাগানোর ফলে মেক আপ অনেক্ষণ অবধি ঠিক থাকবে | এটা লাগালে ঘাম ও অনেক কম হবে | উপরন্তু আপনার ত্বক অনেকটা উজ্জ্বল দেখাবে | মেক আপ শুরু করার আগে আপনার প্রিয় ময়শ্চাইজারে অল্প একটু প্রাইমার ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন |

২) ওয়াটারপ্রুফ মেক আপ লাগান : এই সময় ওয়াটারপ্রুফ মেক আপ লাগানো খুবই জরুরী | আপনি নিশ্চই চাইবেন না বিয়ে বাড়িতে গেছেন এবং একটু পরে দেখলেন ঘামের সঙ্গে আপনার পুরো মেক আপ ঘেঁটে গেছে |

চোখের জন্য অবশ্যই ওয়াটারপ্রুফ মাসকারা এবং আই লাইনার পছন্দ করুন | এইসময় আই শ্যডো না লাগালেই ভালো | একান্ত যদি লাগাতেই হয় তাহলে ক্রিম আই শ্যাডো লাগান | পাউডার আই শ্যাডো ঘামের সঙ্গে খুব সহজেই মুছে যেতে পারে |

৩) মাথায় রাখবেন লেস ইজ মোর : গরমকালে হেভি মেক আপ একেবারেই  এড়িয়ে চলুন | হেভি মেক আপ সহজেই মুছে যায় | এছাড়াও হেভি মেক আপ করলে ঘামবেনও বেশি |

আপনার ত্বকের রঙের কাছাকাছি বেস মেক আপ লাগান | এই সময় ত্বক খুব তেলতেলে হয়ে যায় তাই অয়েল কন্ট্রোল প্রডাক্ট ব্যবহার করুন | সব সময় খেয়াল রাখবেন আপনার ত্বক যেন শুকনো থাকে |

৪) পাউডার ব্লাশ ব্যবহার করবেন না : ক্রিম ব্লাশ অনেক্ষণ থাকে | এছাড়াও পাউডার ব্লাশের তুলনায় ক্রিম ব্লাশ অনেকটাই স্মুদ দেখায় | তাছাড়াও ঘামে ভেজা ত্বকে এটা লাগানো অনেক সহজ |

প্রথমে ক্রিম ব্লাশার লাগান এরপর তার ওপর ফেস পাউডার লাগিয়ে নিন | আঙুলের ডগা দিয়ে ক্রিম ব্লাশার লাগাবেন |

৫) সূর্য কে ভয় পাবেন না : দেখুন গরমকালে যাই করুন না কেন অল্প সল্প সান বার্ণ হবেই হবে | তাই বলে কি আর বাইরে বেরোবেন না? অবশ্যই বেরোন কিন্তু বেরোনোর আধ ঘন্টা আগে উচ্চ এস পি এফ যুক্ত সানস্ক্রিন লাগিয়ে নিন |

বেশির ভাগ ক্ষেত্রে সানস্ক্রিন লোশন লাগানোর পর ত্বক তেলেতেলে হয়ে যায় | তাই বাড়ি থেকে বেরোনোর আগে ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন লাগিয়ে নিন |

এখন//এএস