কোটি টাকার পণ্যের চালান জব্দ

636

ঘোষণা অতিরিক্ত যন্ত্রাংশ আমদানি করায়ি এক কোটি ৭ লাখ টাকার পণ্যের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

রোববার চট্টগ্রামে এই যন্ত্রাংশ জব্দ করা হয়েছে বলে নিউজবাংলাদেশকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম ।

তিনি বলেন, “চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক এমএস জে কে এম এন্টারপ্রাইজের মাধ্যমে আমদানিকৃত চালানটির খালাস গত ৩ সেপ্টেম্বর স্থগিত করে। নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় এরপর শুল্ক গোয়েন্দা চালানটির কায়িক পরীক্ষা করা হয়।”

তিনি আরও বলেন, “শতভাগ কায়িক পরীক্ষায় বল বেয়ারিং দুই হাজার ৭৮৩ দশমিক ৫০ কেজির স্থলে ২৩ হাজার ৭৭৪ কেজি অর্থাৎ ২০ হাজার ৯৯২ কেজি ঘোষণাতিরিক্ত এবং অন্যদিকে বেয়ারিং হাউজিং ১৯ হাজার ৩৯৫ কেজির স্থলে তিন হাজার ৯৮৮ কেজি পণ্য পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৮২ লাখ টাকা। এবং মোট শুল্ককরের পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। সুতরাং শুল্ককরসহ পণ্য চালানটির মোট মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।”

শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি আজ কাস্টম হাউসের কমিশনার চট্টগ্রাম বরাবর পাঠানো হয়ছে বলেও জানান তিনি।