‘কোটা সংস্কার নিয়ে কাজ করছে সরকার’

515

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

আজ গণমাধ্যমকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ইসমাত আরা বলেন, ‘কোটা সংস্কারের বিষয়ে কাজ চলছে। যখন বলার মতো কিছু হবে তখন আপনারা জানবেন।’

কোটা সংস্কারের পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারব না। এটা নিয়ে আমরা কাজ করছি, এ মুহূর্তে শুধু এটুকুই বলতে পারি।’

বর্তমানে সরকারি চাকরিতে সংরক্ষিত কোটার পরিমাণ ৫৬ শতাংশ। বাকি ৪৪ শতাংশ নেয়া হয় মেধা যাচাইয়ের মাধ্যমে। বিসিএসে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০, জেলা কোটায় ১০, নারী কোটায় ১০ এবং উপজাতি কোটায় ৫ শতাংশ চাকরি সংরক্ষণ করা আছে। এ ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সে ক্ষেত্রে এক শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে।

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত রোববার কোটা সংস্কারের দাবিতে তারা শাহবাগের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের সরিয়ে দেয়।

গত রোববার রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘটিত সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপাচার্যের বাসভবন তছনছ, ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়।