কেরানীগঞ্জে পিস্তলসহ ৩ মাদক বিক্রেতা আটক

1033

এখন রিপোর্ট ।।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে টাকা ও অস্ত্রশস্ত্রসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে একজন পরোয়ানাভুক্ত আসামি।

মঙ্গলবার রাতে ইকুরিয়া বিআরটিএ অফিস এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১০-এর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর এ এইচ এম মহিউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবাইল এলাকার মোবারক হোসেন প্রকাশের ছেলে মো. রবিন (২৪), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকার আবুল হোসেনের ছেলে মো. হালিম (৩৮) ও একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. রাজিব হোসেন (২২)।

এদের মধ্যে রবিনের নামে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মামলায় পরোয়ানা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, র‌্যাব সদস্যরা মোটরসাইকেল আরোহী এই তিনজনকে সন্দেহবশত থামিয়ে তল্লাশি করে।

“এ সময় তাদের কাছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি চাইনিজ কুড়াল, ৭২৫০টি ইয়াবা, ১০০০ টাকার ৫টি জালনোট, একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল ও মাদক বিক্রির ২ লাখ ৩৪ হাজার ৭৯০ টাকা পাওয়া যায়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১২টার দিকে পৃথক তিনটি মামলা দিয়ে তিনজনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দেওয়া হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এখন/এনআইএম