কিংবদন্তির মৃত্যুতে স্তব্ধ বলিউড

981
শ্রীদেবী

বলিউড কিংবদন্তি শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ে মৃত্যুবরণ করেছেন। তার এমন চলে যাওয়ায় শোকাহত পুরো বলিউড।

শ্রীদেবীর মৃত্যুর বেশ কিছুক্ষণ আগেই শনিবার রাতে বলিউডের আরেক মহাতারকা অমিতাভ বচ্চন একটি টুইট করেছিলেন। যেখানে তিনি লেখেন, ‘জানি না কেন এত অসহায় লাগছে।’

‘বিগ বি’র ওই টুইটের কিছু সময় পরেই আসে শ্রীদেবীর মৃত্যুর খবর। খারাপ কিছু একটা যে ঘটতে চলেছে, তা কি আগে থেকেই টের পেয়েছিলেন বড় বচ্চন?‌ খারাপ কিছু একটা হয়তো ঠিকই আশঙ্কা করেছিলেন শ্রীদেবীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করা শাহেনশাহ।

শ্রীদেবীর এমন হঠাৎ চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এক টুইটে তিনি লিখেছেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। শ্রীদেবীকে যারা ভালবাসতেন, তাদের সকলের জন্য সমবেদনা। একটা অন্ধকারময় দিন।’

আরেক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা টুইট করেছেন, ‘আমার অল টাইম ফেবারিট শ্রীদেবী আর নেই শুনে হৃদয়টা ভেঙে গেছে এবং আমি  খুবই শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবার শক্তি পাক।’

জ্যাকলিন ফার্নান্ডেজ টুইটে লিখেছেন, ‘শ্রীদেবী। আমার একজন আইকনকে এত তাড়াতাড়ি হারালাম।’

গায়ক আদনান সামী টুইট করেছেন, ‘শনিবার গভীর রাতে খবরটা পাওয়ার পর কথা বলার মতো অবস্থায় নেই। অসাধারণ প্রতিভা। রেস্ট ইন পিস।’

এক সময়ের বলিউড সেনশেসন রাবিনা ট্যান্ডন টুইটে লিখেছেন, ‘একটা খারাপ খবরে ঘুম ভাঙল। কেন এমন হল!‌ এত তাড়াতাড়ি চলে গেল শ্রী!‌’

ক্যাটরিনা কাইফ টুইট করেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী। কিংবদন্তি। তার এভাবে চলে যাওয়াটা..‌.‌। তার পরিবারের প্রতি রইল সমবেদনা।’

শ্রীদেবীর সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করা ঋষি কাপুর টুইটে লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই এই খবরটা শুনলাম। বনি ও তার দুই মেয়ের জন্য রইল আমার সমবেদনা।’

Amitabh Bachchan tweets he is feeling uneasy and a few minutes later Sridevi dies
খুদা গাওয়াহ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে শ্রীদেবী।

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি  শ্রীদেবীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, ‘শ্রীদেবীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীর এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। তার পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। তার আত্মার শান্তি হোক।’

মোদি ছাড়াও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘দুর্দান্ত অভিনেত্রী ছিলেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে অভিনয় করেছেন। তার মৃত্যুতে আমি শোকাহত। তার পরিবার ও ভক্তদের জন্য রইল সমবেদনা।’