জেলের পরিবর্তে ৭ কোটি টাকা জরিমানা মার্সেলোর

603

স্প্যানিশ ক্লাবে খেলা বিশ্বসেরা তারকাদের কর ফাঁকির অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। বার্সেলোনার লিওনেল মেসি কিংবা রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধেও কর ফাঁকির এমন অভিযোগ উঠেছে অনেকবার। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আরেক তারকা ফুটবলার মার্সেলো এবার ফেঁসে গেছেন কর ফাঁকির অভিযোগে।

ব্রাজিলের তারকা ডিফেন্ডার মার্সেলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সম্প্রতি প্রমানীত হয়েছে। স্পেনের কর ফাঁকির জটিল নিয়মে ফেঁসে যাওয়ায় তাকে চার মাসের জেল দিয়েছে মাদ্রিদের একটি আদালত। তবে জেলের পরিবর্তে ৭ লাখ ৫৩ হাজার ৬২৪ ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন মার্সেলো। বাংলা টাকায় হিসেবে করলে জরিমানার অঙ্ক দাঁড়ায় প্রায় ৭ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা।

কর ফাঁকির অঙ্কটা আরো গুরুতর ছিল মার্সেলোর বিরুদ্ধে। তবে সমঝোতার মাধ্যমে ৪০ শতাংশ মওকুফ পেয়েছেন তিনি। এর আগে মেসি, নেইমার ও রোনালদোর মতো ফুটবলাররাও এই ঝামেলায় পড়েছিলেন।এদের অনেককে আদালতের কাঠগড়া পর্যন্ত যেতে হয়েছে। ওই সব খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন মার্সেলো।