কক্সবাজারে মাঝ নদীতে ট্রলারডুবি

742

কক্সবাজার-মহেশখালী নৌ রুটে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে সব যাত্রীকে উদ্ধার করেছে বলে জানান মহেশখালীর ইউএনও আবুল কালাম।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নৌ রুটের মহেশখালী চ্যানেলে ওই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম জানান, ট্রলারডুবির খবর পেয়ে প্রায় ২০টি স্পিডবোট নিয়ে যাত্রীদের উদ্ধারে অভিযান চালানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনার পরপরই পুলিশও বোট নিয়ে উদ্ধার কাজে অংশ নেন।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যার পর থেকে এই রুটে সব ধরণের নৌ চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।