ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ

719

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে এতিম শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটে এ দোয়া মাহফিলের আয়োজন করেন যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদ নির্মূল মঞ্চের সভাপতি আলী হোসেন। যিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় ওবায়দুল কাদেরকে উদ্ধারে এগিয়ে এসেছিলেন।

দোয়া মাহফিলে আলী হোসেন বলেন, ‘ওবায়দুল দেশের একজন রত্ম। তার মা ফজিলাতুন্নেসাও একজন রত্নগর্ভা। এমন সন্তান জন্ম দিতে পেরে তিনি গর্বিত। দেশের এতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা সত্বেও ওবায়দুল কাদের তার মায়ের সেবা থেকে একটু পিছপা হননি। মায়ের জীবনের শেষদিন পর্যন্ত তিনি তার দোয়া পেয়েছেন। এমন মা আর সন্তান পাওয়া দুর্লভ। ‘

মিলাদ শেষে আলী হোসেনকে ঘিরে ধরে এতিম ও প্রতিবন্ধী শিশুরা
মিলাদ শেষে আলী হোসেনকে ঘিরে ধরে এতিম ও প্রতিবন্ধী শিশুরা

তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের স্যারের মা নিজে কষ্ট করে ছেলেকে আজ এতো বড় করতে পেরেছেন। দেশের এতো বিশাল দায়িত্ব এখন তার ছেলের উপর। তার দোয়া এই ছেলের উপর আছে। তার দোয়া আল্লাহ কবুল করেছেন। না হয় তার ছেলে এতো বড় দায়িত্ব পেতো না।’

মিলাদ ও দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় মুনাজাতে একঝাঁক এতিম শিশু ও প্রতিবন্ধীরা অংশ নেয়। তারাও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে দোয়া করেছে।

পরে সবার এতিমদের মাঝে খাদ্য ও তবারুক বিতরণ করা হয়।