‘এসডিজি বাস্তবায়নে বেসরকারিদের অংশগ্রহণ বাড়াতে হবে’

604

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ আরো বৃদ্ধি করতে হবে বলে মত দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বেসরকারি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এ মত দেয় ডিসিসিআই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ বলেন, “বর্তমান সরকার বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় প্রায় ১ লাখ একরের ভূমি ব্যাংক তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে প্রায় ৩৫ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যা বেজার নিকট হস্তান্তর করা হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে দেশের বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সরকার এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যে মন্ত্রণালয় ভিত্তিক কর্মপরিকল্পণা চিহ্নিত করার পাশাপাশি তা যথাসময়ে বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে।”

দেশের মানুষ বিশেষ করে যুবসমাজের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করে এ কাজে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডিসিসিআইর প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তওফিকুল ইসলাম খান, মাল্টিমোড গ্রুপের পরিচালক তাফসীর মোহাম্মদ আওয়াল, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআরআইবি)- এর গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক, ডিসিসিআই-এর প্রাক্তন সভাপতি হোসেন খালেদ, পাওয়ার সেলের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন।