এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা

1151

চট্টগ্রাম প্রতিনিধি ।।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধরের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আখতার জানান, শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় বাঁশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়।

মামলায় সাংসদসহ ৩ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

ওই সংসদ সদ্যসের বিরুদ্ধে অভিযোগ, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তার কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন।

এরপর ওইদিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সবক’টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করে ইসি।