এক টুইটের জন্য জরিমানা ১৬৮ কোটি টাকা!

573

একটি টুইটার বার্তার জন্য ১৬৮ কোটি টাকা জরিমানা দিতে হচ্ছে মাল্টিন্যাশনাল করপোরেশন তেসলার চেয়ারম্যান এলন মাস্ককে। পাশাপাশি তাকে ছাড়তে হচ্ছে চেয়ারম্যানের পদও।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত শনিবার দেশটির এই নাগরিককে এ শাস্তি দেয়। শাস্তি মেনে নিয়ে এ বিষয়ে এসইসির সঙ্গে একটি সমঝোতা পৌঁছেছেন মাস্ক।

এর আগে টুইটার বার্তায় মিথ্যা তথ্য দিয়ে শেয়ারবাজারে প্রভাব বিস্তারের জন্য গত বৃহস্পতিবার এসইসি মাস্কের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শনিবার সমঝোতা হওয়ায় আর মামলা করবে না এসইসি।

সমঝোতা অনুসারে এলন মাস্ক তেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে থাকবেন। তবে চেয়ারম্যানের পদ তিন বছরের জন্য ছেড়ে দিতে হবে। পাশাপাশি তাকে ১৬৮ কোটি টাকা জরিমানা দিতে হবে।

গত আগস্টে আলোচিত এই টুইটটি করেছিলেন এলন মাস্ক। টুইটে তিনি জানান, তিনি ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতকারী তেসলাকে শেয়ার মার্কেট থেকে বের করে ব্যক্তি মালিকানায় নেওয়ার চিন্তা-ভাবনা করছেন। এই প্রস্তাবের জন্য তিনি ‘তহবিল নিশ্চিত’ করেছেন, যাতে প্রতি শেয়ারের দাম পড়বে ৪২০ ডলার।

তার এমন টুইটার বার্তার পর তেসলার শেয়ারের দাম হঠাৎ বেড়ে যায়। তবে পরে কোম্পানির শেয়ারে ধস নামে।

মার্কিন এসইসির দাবি, এলন মাস্কের এমন টুইট ছিল ‘মিথ্যা ও বিভ্রান্তিমূলক’।

এসইসি বলে, “সত্য হলো মাস্ক এ বিষয়ে নিশ্চিত করা তো দূরে থাক, আলোচনাও করেননি।”