ঈদুল ফিতরের দিন বৃষ্টি হতে পারে

1016

এখন রিপোর্ট ।।

আসন্ন ঈদুল ফিতরের দিন বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেতও দেখিয়ে যেতে বলেছে অধিদফতর।

বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদাযাপিত হবে বুধ বা বৃহস্পতিবার। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়লেও পরবর্তী তিনদিন কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদফতর।

এবার আষাঢ় মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজধানীবাসী গরমে হাসফাঁস করেছে মাঝামাঝি পর্যন্ত; তারপর নগরীতে শুরু হওয়া বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রতিদিনই।

আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় থাকায় দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঈদের দিনও এমন বৃষ্টি হতে পারে।

সোমবার আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

তিনি বলেন, বর্ষা সক্রিয় থাকায় সকাল অথবা বিকালে বৃষ্টি হচ্ছে কয়েকদিন; পরবর্তী ৭২ ঘণ্টাও তা অব্যাহত থাকতে পারে। ঈদের দিন হালকা বৃষ্টি থাকতে পারে রাজধানীতে।

এখন/এনআইএম