আসেন একমঞ্চে থেকে রাজনীতি করি : শামীম ওসমান

601

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসব জেলার আওয়ামী লীগের সব নেতাকে অভ্যন্তরীণ কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একমঞ্চে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক কর্মিসভায় শামীম ওসমান এ আহ্বান জানান।

শামীম ওসমান বলেন, ‘যদি কেউ মনে করেন, পরিস্থিতি খুব নরমাল আছে, তাহলে কিন্তু আপনারা সঠিক জিনিসটা বুঝবেন না। আমার মনে হয়, আওয়ামী লীগের জন্য না, স্বাধীনতার পক্ষের, এজন্য আমরা আজকে এখানে জাতীয় পার্টিকেও ডাকছি, অন্যান্য দলের নেতাদেরও ডাকছি। সবাইকেই ডাকছি। স্বাধীনতার পক্ষে যারা আছেন, তাদের জন্য আগামী দিনটা, আগামী ছয়টা মাস, সাতটা মাস সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সময়। সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা হয়তো অনেকে এখানে থাকব না। এমনও হইতে পারে। এমনও হইতে পারে, আমরা হয়তো এখানে অনেকেই নাই। ওরা ওদের সর্বশক্তি নিয়োগ করছে। জনগণের প্রতি বিশ্বাস নাই যেহেতু তারা ভিন্নপথ বেছে নিয়েছে। এই ভিন্ন পথ হচ্ছে মালয়েশিয়া থেকে শামীম ওসমানের বাসায় লোক পাঠানো। এই ভিন্ন পথ হবে ওই সোনারগাঁর কালামরে মাইরা ফালাও। এই ভিন্ন পথ হবে, ওই ধরেন আমাদের শওকত সাহেবরে মাইরা ফালাও। এই ভিন্ন পথ হবে, বাদল ভাইকে মাইরা ফালাও, মজিবরকে ভাইকে মাইরা ফালাও কিংবা শাহজাহান ভাইকে মাইরা ফালাও। এবং এখানে আরেকটা খেলা হবে। যেখানে আভ্যন্তরীণ কোন্দল বেশি সেখানে সুযোগটা বেশি নেবে। নিয়া এক ঢিলে দুই পাখি মারবে। বলবে আভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা ঘটেছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই নারায়ণগঞ্জে কোনো আভ্যন্তরীণ কোন্দল থাকবে না ইনশাল্লাহ। আমরা সবাই এক সাথে কাজ করতে চাই। সবাইকে নিয়েই কাজ করতে চাই।’

সংসদ সদস্য বলেন, ‘আমি শুধু চাই একটা কর্মী হিসেবে কাজ করতে, যেখানে শুধুমাত্র একটা জিনিস আমার দাবি থাকবে। যারাই নেতৃত্ব দেন কোনো আপত্তি নাই। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রাপ্য সম্মানটা দিয়ে আপনারা নেতাগিরি করেন আমার আপত্তি নাই।’