আ’লীগের গঠনতন্ত্র সময়োপযোগী করা হবে

1691

এখন রিপোর্ট।।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলটির গঠনতন্ত্র সময়পোযোগী করা হবে বলে জানিয়েছেন গঠনতন্ত্র উপ পরিষদ আহ্বায়ক ও দলটির কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে দলটির ২০তম সম্মেলন উপলক্ষ্যে গঠিত গঠনতন্ত্র উপ পরিষদের এক সভায় তিনি এ কথা জানান।

আবদুর রাজ্জাক বলেন, ‘গঠনতন্ত্র সংশোধনের জন্য দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার ওই চিঠির উত্তর দেওয়ার শেষ সময়। কেউ কেউ টেলিফোনেও আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। তবে সুনির্দিষ্টি কোনো সংশোধনীর বিষয়েই এখনও সিদ্ধান্ত হয়নি।’
তিনি বলেন, ‘কিছুদিন আগেও ইউনিয়ন, পৌরসভা নির্বাচন নির্দলীয় হতো। এখন এগুলো দলীয়ভিত্তিতে করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা সেইভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন দলীয় ভিত্তিতে করেছি। কিন্তু এটা আমাদের গঠনতন্ত্রে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ নেই কীভাবে এই নির্বাচন পরিচালনা করব। প্রার্থী কীভাবে বাছাই করব এটা গঠনতন্ত্রে গুরুত্ব পাচ্ছে।’

গঠনতন্ত্র উপ পরিষদ আহ্বায়ক বলেন, ‘আমাদের যে সংসদীয় বোর্ড আছে, সেটা শুধু জাতীয় সংসদ সদস্যদের বাছাই করা হয়। আমরা ওই কমিটি বাড়িয়ে ইউনিয়ন ও পৌরসভার প্রার্থীদের বাছাই করেছি। এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ছিল। ভবিষ্যতে এটা আমরা কীভাবে করব, সেটা আসবে।’

দলটির উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আওয়ামী লীগ হলো জনগণের পার্টি। যা করে জনগণকে সঙ্গে নিয়ে করে। বাংলাদেশের ইতিহাস হলো আওয়ামী লীগের ইতিহাস। এখন আওয়ামী লীগের সভানেত্রী বিশ্বের রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক ব্যক্তিত্ব। সুতরাং এগুলোর দিকে লক্ষ্য রেখে আমাদের গঠনতন্ত্রের ঘোষণাপত্রে এগুলোর প্রতিফলন হবে। আগের সভানেত্রীর সেই পাওয়ার রাখলে চলবে না।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান, সুজিত রায় নন্দী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য ফজলে নূর হোসেন তাপস প্রমুখ।

এখন/এসএস