আর কারও গানে মডেলিং করবো না: আসিফ আকবর

994
প্রেমিকার বিরহ পেল এক নতুন মাত্রা। যেন হঠাৎ করেই শহরের সমস্ত প্রেমিক প্রাক্তন প্রেমিকার চলে যাওয়ার বিরহকে নিয়ে গেলো এক অদ্ভুত ফ্যান্টাসীতে। সালটা ২০০১। রাজধানী থেকে মফস্বল সব চায়ের দোকান, বসতবাড়ি এমনকি রাস্তায় চলমান ও অপেক্ষমান নাগরিকের কণ্ঠে ভেসে আসছে একটা লাইন ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’। চলে যাওয়া প্রিয়তমার প্রতি এমন দৃশ্যমান দরদে যিনি ভাসিয়েছিলেন শহর থেকে শহর তিনি আসিফ আকবর।
যদিও ২০০১ সালের আগে বেশ কিছু সিনেমায় প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কন্ঠ দিয়েছেন। কিন্তু তখনও তিনি এক অপরিচিত নাম। ঐ একটি গান তাকে নিয়ে যায় খ্যাতির চূড়ায়। যেখান থেকে আজ অবধি একটি সিঁড়িও নামেন নি তিনি। বরং দিনের পর দিন আসিফ আরও এগোচ্ছেন এক ধাপ এক ধাপ করে। দীর্ঘ প্রায় ২০ বছরের সঙ্গীত জীবনের নানা ধাপ নিয়ে এই শিল্পী ও সঙ্গীত পরিচালক মুখোমখি হয়েছেন এখনের। সাক্ষাৎকার নিয়েছেন রুদ্র রুদ্রাক্ষ।

ছবি ও ভিডিও: মুজতাহিদ হাসান